ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা পশ্চিম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে শাহী মসজিদ এলাকায় আল কারীম অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সভাপতি হাজী মুহাম্মাদ আবুল হাশেমের সভাপতিত্ব ও সেক্রেটারি মুহাম্মদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।
তিনি বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে এবং সরকার জনগণের সাথে খেলা করছে। এ মাস সকল মাসের চেয়ে উত্তম। এই মাস অন্যায় কাজ থেকে উম্মতে মুহাম্মাদীকে দূরে রাখার বার্তা দেয়। রমজান মাস কুরআনের ঘোষণা অনুযায়ী তাকওয়া ও মুজাহাদার মাস বলা হয় এবং এমাসে বদর যুদ্ধ হয়েছিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সহ-সভাপতি মীর মোসাদ্দেক আহমদ সুমন, সহ-সভাপতি ডা. আব্দুল্লাহ আল-মামুন, মুহাম্মদ রফিকুল ইসলাম খান, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল হক, মাওলানা আবু সাঈদ আমিরাবাদী, আহমাদ শাহ মাসউদ, বদরুজ্জামান, তারিক হাসান ইমাম হোসেন, সানোয়ার হোসেন, মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন সভাপতি মুহাস্মদ রাকিব হোসেন ইসমাইল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি এম. জাহিদুল ইসলাম সহ থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।