নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি’র আওতাধীন ২১নং ওয়ার্ড বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সম্মেলন শেষে সাহেব আলীকে সভাপতি, বাসেদ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি ও নুর আলম স্বপনকে সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন মনাক্কাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিপলু মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
রবিবার ( ৯ এপ্রিল ) বিকেল চারটায় বন্দরের সোনাকান্দা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সাহেব আলী’র সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি’র সদস্য নুর আলম স্বপনের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. নুরুল কাদের সোহাগ, সদস্য মো. শিপলু প্রমুখ।