নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু বলেন, এই বন্দরে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম হাজী জালালউদ্দিন সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই জালাল হাজির নাম ভাঙ্গিয়ে অনেকে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে, সম্পদের পাহাড় গড়েছেন আর বিএনপি পদ পদবী দখল করে আওয়ামী লীগ জাতীয় পার্টির গোলামী করেছেন। কিন্তু আমরা সেই গোলামীর জিঞ্জির ভেঙ্গে ফেলবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সোমবার (১১ এপ্রিল) ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা সাচ্চা জিয়ার সৈনিকদের সাথে নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দালাল মুক্ত বিএনপির কমিটি উপহার দেবো এবং রাজপথের পরিক্ষিত সৈনিকদের মূল্যায়ন করে একটি শক্তিশালী মহানগর বিএনপি উপহার দেবো। সকলকে সেই দিনের প্রত্যাশায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি । সেই সাথে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা ব্যক্ত করছি।
২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. রমজান ও আক্তারুজ্জামান আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক ফতেহ রেজা রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, সদস্য শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, মাসুদ রানা, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু প্রমুখ।