রূপগঞ্জে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক সোহেল কিরণের ওপর হামলা ও হত্যার চেষ্টার মামলার মূল আসামি সন্ত্রাসী আফজাল এবং তার সহযোগী সাজুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল) সকালে ফতুল্লা থানার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ‘গ’ জোনের ওসি নজরুল ইসলাম জানান, মামলার পর থেকেই ডিবি পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল। তবে আসামিরা আত্মগোপন করে থাকায় আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে আমরা শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় অভিযান চালাই। পুরো এলাকা ঘিরে ফেলি। এরপর মামলার মূল আসামি আফজাল ও তার সহযোগী সাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আমরা রিমান্ড শুনানির অপেক্ষায় আছি।
রিমান্ড মঞ্জুর হলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। হামলার ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকলে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব।
এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান জেলা ডিবি পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে গত ৩ এপ্রিল রাতে উপজেলার কাঞ্চন বাজারে কুপিয়ে আহত করে স্থানীয় কলি বাহিনীর সদস্য সন্ত্রাসী আফজাল ও তার সহযোগীরা।
পরে গুরুতর অবস্থায় সাংবাদিক সোহেলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন সোহেল। এই হামলার ঘটনার পরদিন সোহেলের ছোট ভাই সাংবাদিক সাহেল মাহমুদ রূপগঞ্জ থানায় মামলা করেন।
আহত সোহেল কিরণ ও তার পরিবারের অভিযোগ, মামলার পর থেকে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে পর্যায়ক্রমে সোহেলের বাবাসহ পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে।
ফলে বাধ্য হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ভ্যান গাড়িতে শুয়ে থানায় আশ্রয় নেন আহত সাংবাদিক সোহেল কিরণ। এ সময় সঙ্গে ছিলেন সোহেলের বাবা মা, ভাই, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা।