সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ বন্দি হয়ে পড়েছে একটি বিএনপি পরিবারের হাতে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ছড়ি ঘুরানো থেকে শুরু করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখল বাণিজ্য সব করছে ওই পরিবারটি। অভিযুক্ত ওই পরিবারটির কারনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না কেউ। কারন ওই পরিবারের সদস্যরা বিএনপি থেকে সদ্য মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক এসকে সজীব ওরফে ছোট বদির হাত ধরে যুবলীগের রাজনীতিতে প্রবেশ করেছে।
সূত্রমতে, মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর মাঝিপাড়া এলাকার দুলাল মিয়ার পুত্র ছাত্রদল ক্যাডার হৃদয় প্রধান, তার ছোট দুই ভাই সোহান প্রধান ওরফে ডাকাত সোহান ও কিশোর গ্যাং লিডার অনিক প্রধান বছর কয়েক মাস আগে যুবলীগের রাজনীতিতে প্রবেশ করে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজীব ওরফে ছোট বদির অনুসারী হিসেবে তারা মাঠের রাজনীতি দখলে নিয়েছে। ছাত্রদল ক্যাডার হিসেবে পরিচিত হৃদয় অতিতেও আ’লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় দ্রæত বিচার আইনসহ সাতটি মামলা রয়েছে।
মামলাগুলো হচ্ছে- ১/ এফআইআর নং- ৪৭, মামলা নং- ২৭(০৮), ২০১৬ইং দ্রæত বিচার আইন ২০০২সংশোধনী ২০০৯ইং। ২/ এফআইআর নং- ২৫ মামলা, নং- ২৫(০৬)২০১৬ইং। ৩/ এফআইআর নং- ৪০, মামলা নং- ২৭(১১)২০১৩ইং। ৪/ এফআইআর নং- ৩৯, মামলা নং- ২৭(১১)২০১৩ইং। ৫/ এফআইআর নং- ৮, মামলা নং- ৬(০৫)২০১৩ইং। ৬/ এফআইআর নং- ১২, মামলা নং- ৯(১২)২০১২ইং।মূলত মামলা থেকে রেহাই পেতেই খোলস পাল্টে ছাত্রদলের রাজনীতি থেকে যুবলীগের রাজনীতিতে যোগ দেয়। এরপর থেকেই পুরো পরিবার এলাকায় প্রভাব বিস্তার শুরু করে। যুবলীগের নাম ব্যবহার করে সাধারণ নেতাকর্মীদের জিম্মি করে ফেলেছে এই পরিবার।
স্থানীয়দের অভিযোগ, হৃদয়ের বাবা দুলাল মিয়া নিজেও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। যুবলীগের রাজনীতিতে নাম লেখানোর পর থেকে হৃদয়ের ছোট দুই ভাই সোহান ও কিশোর আরও বেপরোয়া হয়ে উঠে। সোহান সোনারগাঁ থানার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। থানার বোর্ডে ছবি টানানো আছে ডাকাত সোহানের। এছাড়া তার আরেক ছোট ভাই কিশোর গ্যাং লিডার অনিক প্রধান বড় ভাই হৃদয়ের প্রভাবকে কাজে লাগিয়ে মোগরাপাড়া স্ট্যান্ডে মেতে উঠেছে চাঁদাবাজিতে। মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনের সড়কে সরকারী জায়গা দখল করে শতাধিক দোকান ঘর তুলে ভাড়া আদায় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি মাসে। তাদের অবৈধ দখলের কারনে ফুটপাত দিয়ে জনসাধারণ হাঁটতে পারে না। ফলে সড়কে বাড়ছে দূর্ঘটনা। বাড়ছে যানজট।স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের দাবি, হৃদয়ের আপন মেজো চাচা আতাউর রহমান মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ছোট চাচা খোরশেদ আলম মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এমন একটি কট্টর বিএনপি পরিবারের সন্তানরা খোলস পাল্টে নিজেদের গাঁ বাঁচাতে যুবলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দলীয় নেতাকর্মীদের জিম্মি করে সকল অবৈধ কাজ করে দলের বদনাম করছে। দূর্ধর্ষ সন্ত্রাসী হৃদয়, সোহান ও কিশোরকে সরাসরি মদদ দিচ্ছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীব ওরফে ছোট বদি। দ্রæত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামি নির্বাচনে এর প্রভাব পড়বে দলের উপর।