বন্দরে ৬১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী আবুল খায়েরকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১২ এপ্রিল) রাত দেড়টায় বন্দরের মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে বিশেষ কৌশলে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ২শ ৬৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল খায়ের নোয়াখালী জেলার কবিরহাট থানার মুকবুল চৌধুরীর হাটের নবগ্রাম এলাকার মোহাম্মদ আবু তাহেরের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আবুল খায়ের দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।