নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি করবো।
কোনো নৌকা মার্কা লাঙ্গল মার্কার গোলামী করবো না। যারা বিএনপিতে থেকে সরকারি দলের দালালি করবেন তাদের স্থান বিএনপিতে হবে না। আগামী দিনে শহীদ জিয়ার বিএনপি খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি থাকবে, কোনো দালাল মার্কা বিএনপি নারায়ণগঞ্জে থাকবেনা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত ১৭ নং ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রবিবার (১৩ এপ্রিল) ১৭ নং ওয়ার্ডস্থ পাইকপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি বিএনপি’র কমিটিতে থেকে অনেকে সরকারি দলের গোলামী করেছেন। তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই, অনেক হয়েছে আর না, আপনাদের দিন শেষ। শহীদ জিয়ার সৈনিকেরা জেগে উঠেছে। যে কোনো মূল্যে তারা বিএনপিকে দালাল মুক্ত করবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি।
সম্মেলন শেষে ফারুক আহমেদের সভাপতি ও কাজী জিয়াউল হাসান নাঈমকে সাধারণ সম্পাদক, সালাউদ্দিন মোল্লাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পলাশ প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক প্রবীন বিএনপি নেতা কাজী বোরহান উদ্দিন, বিশেষ অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরদার, শেখ সেলিম আহমেদ, চঞ্চল মাহমুদ, নাজমুল হক, আল আমিন প্রধান, মো. মোহসীন, মহসীন উল্লাহ, মন্টু মিয়া, বিএনপি নেতা হিরা সরদার, মো. শিপলু, মাহবুবুর রহমান, মহানগর ছাত্রদল নেতা নাজমুল হাসান রাব্বী প্রমুখ।