তরুণ সংবাদকর্মীদের পাঠচক্রভিত্তিক সংগঠন ‘অনুশীলন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে সদ্য বিদায়ী কমিটির সমন্বয়ক গোলাম রাব্বানী শিমুলের সভাপত্বিতে ও নির্বাহী সমন্বয়ক আফসানা আক্তারের সঞ্চালনায় নতুন কমিটি গঠন করা হয়।
অনুশীলনের সদস্যদের সমর্থনে সৌরভ হোসেন সিয়ামকে সমন্বয়ক ও সাবিত আল হাসানকে নির্বাহী সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন পাঠচক্র সমন্বয়ক সোহেল রানা, অর্থ সমন্বয়ক আফসানা আক্তার, লাইব্রেরি সমন্বয়ক শাহরিয়ার দিপ্ত, প্রচার সমন্বয়ক জুয়েল মিয়া, নুসরাত জাহান সুপ্তি, হাফসা আক্তার এবং অনুশীলন আড্ডার সমন্বয়ক শাহজাহান দোলন। সভায় অনুশীলনের বন্ধু প্রয়াত সাংবাদিক শাহরিয়াজ শুভ্রকে স্মরণ করা হয়।
সুসাংবাদিকতা চর্চার যে প্রত্যাশা নিয়ে অনুশীলনের কার্যক্রম শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা। একইসাথে এ পথচলায় সকল শুভাকাক্সক্ষীদের সহযোগিতা কামনা করেন।