ফতুল্লায় ট্রাক চাপায় প্রদীপ চন্দ্র মন্ডল (৫০) নিহত হয়েছে। সে ইলেক্ট্রনিক মেকানিক ছিল।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ চন্দ্র মন্ডল ফতুল্লার হরিহরপাড়ার হরিতলা এলাকার সাধন চন্দ মন্ডল ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ চন্দ্র মন্ডল দুপুরে খাওয়া দাওয়া শেষে বাসা থেকে পায়ে হেটে পঞ্চবটি কর্মস্থলে যাওয়ার পথে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছামাত্র পঞ্চবটি থেকে ধর্মগঞ্জগামী একটি ট্রাক যার নং- (ঢাকা মেট্রো-ট-২২-১১৬৮) বেপরোয়া গতিতে চালিয়ে প্রদীপকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। প্রদীপ মারা যাওয়ায় তার পরিবারটা এলোমেলো হয়ে গেছে। স্ত্রী দুই সন্তানদের কে দেখবে। প্রদীপ পঞ্চবটি একটি ইলেক্ট্রনিক মেকানিকের দোকান রয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পর স্থানীয় লোকজনের সহায়তা ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্ত ছাড়া প্রদীপের লাশটি সৎকার করতে চাইছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।