নগরীর দিগুবাবুর বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,নারায়ণগঞ্জ কার্যালয়। হাজী মো. গোস্তের দোকান নামক মাংসের দোকানে ক্রস গরুকে দেশি ষাঁড় গরুর মাংস বলে বিক্রয় করায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের একটি টিম অভিযানে অংশগ্রহণ করে।
সেলিমুজ্জামান জানান, গরুর মাংসের দোকানটিতে ক্রস গরুকে দেশি ষাঁড় গরুর মাংস বলে বিক্রয় করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।