উন্নত পুষ্টির জন্য ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে ( ডি.এম. এ) তে ছাদ বাগান সম্প্রসারণ প্রকল্প এর আওতায় নারায়ণগঞ্জ নগরীতে ছাদ বাগানীদের কর্মসূচী হিসেবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ এপ্রিল ) সকালে হাজীগঞ্জ এলাকায় আ.ই.টি সরকারী উচ্চ বিদ্যালয়ে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে নগরীতে প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে নগর জীবনে উন্নত পুষ্টির যোগান দেবে ছাদ বাগান এর কর্মসূচীর ধারাবাহিকতা বজায় রাখতে প্রচারণা মূলক র্যালি বের করা হয়। এসময় বিভিন্ন রং বেরঙের ফেস্টুন ও প্লাকার্ডসহ জাঁকজমক আয়োজনে এ কর্মসূচী পালন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
ইন্নত পুষ্টির জন্য ঢাকা মেট্রোপলিটন এরিয়া ( ডি এম এ) এর উক্তর – দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে শহরে এ প্রকল্পের কারিগরি সহায়তা করছে জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) এবং দাতা সংস্থা নেদারল্যান্ডস সরকার ও ওয়াগেনিংগেন ইউনিভাসিটির অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি দাতা সংস্থার উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
প্রচারনা কর্মসূচীতে র্যালি ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে প্রধান আলোচক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ডেপুটি টিম লিডার নিজাম উদ্দিন আহমদ।
উন্নত পুষ্টির জন্য যোগান দিবে ছাদ বাগান এর প্রচারণায় র্যালি ও আলোচনা সভায় ক্লাস্টার কো-অর্ডিনেটর জাহিদুল হাসান খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র উপ ব্যবস্থাপক কৃষিবিদ হামিদ দেওয়ান, আ.ই.টি সরকারী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূসরাত জাহান সহ ১০ নং ওয়ার্ড হইতে ১৮ নং ওয়ার্ডের ছাদ বাগারী ও শিক্ষক বৃন্দগণ।
এসময় আলোচনায় ও প্রচারণা কর্মসূচীতে প্রধান আলোচক নিজাম উদ্দিন আহমদ বলেন, নগরীতে দিন দিন ভবন নির্মাণ হচ্ছে। জায়গার স্বল্পতায় গাছপালার শস্য, সবুজ শ্যামল বিলীন হয়ে যাচ্ছে তাই এর বিকল্প হিসেবে আমদের দাতা সংস্থা : নেদারল্যান্ড এম্বাসি, কারিগরি সহায়তায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এবং বাস্তবায়ন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রচেষ্ঠায় আমরা নগরে উন্নত পুষ্টির যোগান দিতে ছাদ বাগানীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকার সহায়তা করে থাকি।
তিনি আরও বলেন, এ ছাদ বাগান থেকে আমাদের সবজিসহ ফলমূলের বাগান করে নিত্যদিনের চাহিদা মেটাতে পারি। তাই আপনাদের যেকোন সহয়াতা করতে আপনাদের পাশে থাকব।