ফতুল্লায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে (৩৭) পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় ফতুল্লার লালপুর, ডিআইটি মাঠ এলাকার মূর্তিমান আতংক বাহিনী প্রধান তানভীর ওরফে বিচ্ছু তানভীরকে(২৫) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে তাকে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। বিচ্ছু তানভীর গ্রেফতারের পর পুলিশের কাছে অপরাধের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার শেল্টারদাতাদের গ্রেফতারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়,গত রোববার(৯ এপ্রিল ) ভোরে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় চোর চিনে ফেলায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বিচ্ছু তানভীর ও তার সহযোগীরা। এ ঘটনায় আহত ফোরকান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় বিচ্ছু তানভীর কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত ফোরকান জানায়, আমি পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠের মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কাজ করি। শনিবার দিনগত রাতে সমিলের মটরের তার চুরি করে সাগর এবং হাবু নামের পেশাদার দুই চোর। আমি চোর চিনে ফেলায় ফতুল্লা লালপুর এলাকার কিশোর গ্যাং লিডার তানভীর তার সহযোগীদের নিয়ে আমাকে বেদম মারধর করে। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল শারীরিক প্রতিবন্ধী ফোরকানকে চাপসৃষ্টি করছে। বিগত এক দশক আগে এক দূর্ঘটনায় একটি পা হারিয়েছে ফোরকান পঙ্গুত্ব বরন করে।
স্থানীয় একাধিক সূত্র মতে, বিচ্ছু তানভীর ফতুল্লা চিহ্নিত অপরাধী। ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পোস্ট অফিস বাসস্ট্যান্ড থেকে শুরু করে সরকারি তেল ডিপো মেঘনা গেইট পর্যন্ত বিচ্ছু তানভীর ও তার সহোযোগিরা বিভিন্ন চুরি, ছিনতাইয়ের মতো অপরাধের জন্ম দিয়ে থাকে। সামান্য কিছুতেই এই বাহিনীর সন্ত্রাসীরা যে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজ আস্তানায় নিয়ে গিয়ে করা হয় নির্যাতন। ফলে তাদের ভয়ে কেউ টু শব্দটি পর্যন্ত করেনা। স্থানীয় মহলের অভিযোগ কেউ যদি থানা পুলিশের নিকট এই বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাহলে এই বাহিনীর আশ্রয়-প্রশ্রয় দাতারা অভিযোগকারীকে বাধ্য করে অভিযোগ তুলে নিতে। ফলে তারা দিনকে দিন অতিমাত্রায় হয়ে উঠেছে বেপোরোয়া।