পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনসার আলীর অর্থায়নে এক নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাবিবুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এসব ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোমেন মিয়া, সহ-সভাপতি ফারুক মিয়া, ইউপি সদস্য খোরশেদ আলম, ২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নবী হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু তাহের, অলিউল্লাহ, আমিনুর ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া প্রমুখ।