1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

জাতিসংঘের ও নেদারল্যান্ডসের সহযোগিতায় “নগরবাসীর উন্নত পুষ্টির যোগান দেবে ছাদ বাগান” কর্মসূচী 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৩৫ Time View

উন্নত পুষ্টির জন্য ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে (ডিএমএ) ছাদ বাগান সম্প্রসারণ প্রকল্প এর আওতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(এফএও) ও নেদারল্যান্ডসের ওয়াগেনিয়্যেন ইউনিভার্সিটির সহায়তায় জনসচেতনতা ও প্রচারণামূলক কর্মসূচীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় রেকমত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে “প্রশিকা মানবিক উন্নয়ণ কেন্দ্র” আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উন্নত পুষ্টির জন্য ঢাকা মেট্রোপলিটন এরিয়া (ডিএমএ) ঢাকা উক্তর-দক্ষিন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন শহরে এ প্রকল্পের কারিগরি সহায়তা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও দাতা সংস্থা নেদারল্যান্ডস সরকার৷ ওয়াগেনিংগেন ইউনিভার্সিটির অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি দাতা সংস্থার উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।

 

মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যতম দাতা সদস্য এবং সাবেক কাউন্সিলর মো: আব্দুর রহিম মেম্বারের সভাপতিত্বে নগর জীবনে পরিকল্পিত ছাদ বাগান নগরবাসীর উন্নত পুষ্টির যোগান দেবে ছাদ বাগান দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জ কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ডেপুটি টিম লিডার নিজাম উদ্দিন আহমদ, ক্লাস্টার কো-অর্ডিনেটর জাহিদুল হাসান খান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র উপ ব্যবস্থাপক কৃষিবিদ হামিদ দেওয়ান প্রমুখ।

 

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ডেপুটি টিম লিডার নিজাম উদ্দিন আহমদ বলেন, নগর জীবনে পরিকল্পিত ছাদ বাগান নগরবাসীর উন্নত পুষ্টির যোগান দেবে ছাদ বাগান। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এর সহয়তায় সদর ও বন্দরে ২শত ছাদ বাগান প্রশিক্ষণ প্রদান করি। একটি ছাদ বাগানে বীজ জৈবসার জিও ব্যাগ সহ নানা উপকরণ বিনামূল্যে প্রদান করেছি।

 

নগর জীবনে পরিকল্পিত ছাদ বাগান নগরবাসীর উন্নত পুষ্টির যোগান দেবে ছাদ বাগান। এমনটাই বলেছেন ছাদবাগান সম্প্রসারণ সংশ্লিষ্টরা। তারা বলেন, প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হচ্ছে, শহরে বনায়ন ও গাছপালা কম হওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং প্রচন্ড গরমে বসবাস করতে হচ্ছে মানুষকে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে তা আমরা গ্রহণ করে বেঁচে থাকি অন্যদিকে আমরা যে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি তা গাছপালা গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অক্সিজেনের সরবরাহ বৃদ্ধিতে ছাদ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL