1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইতিপূর্বে নারায়ণগঞ্জ বারের বিজ্ঞ আইনজীবিগণের স্মরণে দোয়া মাহফিল সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন জনতার ঐক্যই ফ্যাসিবাদকে রুখে দিতে যথেষ্ট – অধ্যাপক মামুন মাহমুদ শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডিসি সদর উপজেলার ইউএনও পদোন্নতি, নতুন ইউএনও তাছলিমা শিরিন গৃহবধূকে কুপিয়ে হত্যার পর ভাসুরের আত্মসমর্পণ কোন প্রভাবশালী পরিবার নয়, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই ১৬ বছর নেতাকর্মীরা মাঠে ছিল : টিপু নতুন ভোটারদের সদস্য ফরম দিয়ে সুযোগ দিতে হবে – আশা সদর থানায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে জনি-রায়হান ও মাসুদের নেতৃত্বে অংশগ্রহণ আড়াইহাজারে হত্যায় মামলা, গ্রেফতার হয়নি কেউ

বন্দরে সন্ত্রাসী হামলায় সিকদার মালেক স্কুলের ২ প্রহরী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ Time View

চোরের দলের সন্ত্রাসী হামলায় বন্দরে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রহরী গাজীউর (৩৫) ও লাল চাঁন মিয়া (৭০) রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে।

 

ওই সময় হামলাকারিরা উল্লেখিত প্রতিষ্ঠানে অনাধিকার ভাবে প্রবেশ করে সহকারি প্রধান শিক্ষকের অফিস রুম থেকে আটককৃত চোর পাপ্পু (২২) কে ছিনিয়ে নিয়ে যায়।

 

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বন্দর শাহীমসজিদস্থ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। স্কুল কর্তৃপক্ষ আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

এ ঘটনায় আহত গাজীউর মিয়া বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে চোরের দলের হোতা পাপ্পু, ইমন, মাহবুব,হৃদয় ও জুম্মানসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর যাবত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মতিউর রহমানের ছেলে গাজীউর মিয়া বন্দর শাহীমসজিদস্থ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে দারোয়ান হিসেবে কর্মরত রয়েছে।

 

রোববার সকাল সাড়ে ৯টায় সময় বন্দর নূরবাগ এলাকার নূরা মিয়ার ছেলে পাপ্পু বন্দর দত্তবাড়ি এলাকার স্বপন মিয়ার ছেলে ইমন একই এলাকার রফিক মিয়ার ছেলে মাহবুব ও নূরবাগ এলাকার হৃদয় ও জুম্মানসহ অজ্ঞাত নামা ৪/৫ জন চোর দিন দুপুরে চুরি করার উদ্দেশ্যে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের পুরাতন ভবনের স্টোর রুমের কাঠের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে সেখানে রক্ষিত পানির পাম্প, লোহার এঙ্গেল, সিলিং ফ্যান ও বৈদুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়া সময় নৈশ্য প্রহরী লাল চাঁন মিয়ার নজরে পরে।

 

এ ঘটনায় লাল চাঁন মিয়া স্কুলের দারোয়ান গাজীউরকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পাপ্পু নামে এক চোরকে হাতে নাতে আটক করলে বাকি চোরের দল কৌশলে পালিয়ে যায়। পরে নৈশ্য প্রহরী ও দারোয়ান কর্তৃক আটককৃত চোর পাপ্পুকে স্কুলের অফিস রুমে নিয়ে আসে।

 

চুরি ঘটনার ওই দিন সাড়ে ১০টায় পালিয়ে যাওয়া চোরের দল পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাধিকার ভাবে প্রবেশ করে সহকারি প্রধান শিক্ষকের সামনে স্কুলের নৈশ্য প্রহরী লাল চাঁন মিয়া ও দারোয়ন গাজীউরকে লোহার রড ও লোহার এঙ্গেল দিয়ে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে আটককৃত চোর পাপ্পুকে ছিনিয়ে নেয়।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL