নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কর্মাস কলেজ প্রাঙ্গনে দিবসটি পালন উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ কর্মাস কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মৃতিচারণ করা হয়।
এসময় প্রফেসর ড. শিরিন বেগম এর প্রকাশিত বই “অবিনশ্বর স্মৃতি” থেকে ঐতিহাসিক গৌরবময় মুজিবনগর দিবস নেতা কর্মীদের উদ্দেশ্যে মুজিবনগর এর ইতিহাস তুলে ধরেন তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইফাত জাহান মায়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মরিয়ম নয়ন, প্রচার সম্পাদক রেখা, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মনি, বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন সান্তা, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মরিয়ম আক্তার, যুগ্ম সম্পাদক মিনা, দপ্তর সম্পাদক আসমা, সদস্য শারমিন, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি, সেক্রেটারী মায়া ও অন্যান্য নেতৃবৃন্দরা সহ নারায়ণগঞ্জ কর্মাস কলেজের শিক্ষক বৃন্দগণ উপস্থিত ছিলেন।