নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে সময় টেলিভিশনের জন্মদিন ও এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপ্টার সম্পাদক আবু সাউদ মাসুদ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব কমিটির অন্যান্য কর্মকর্তা, সিনিয়র সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও সংস্কৃতিকর্মীরা।
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সময় টেলিভিশনের নানা সাফল্য তুলে ধরে দ্রুত সময়ে যে কোন ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, সময় টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত সময়ে পরিবেশন করে দর্শকদের পূর্ণ আস্থা ও ভালোবাসা অর্জন করে সফলতার সাথে দীর্ঘ এক যুগ অতিক্রম করেছে। যে কারণে সময় টেলিভিশন দর্শকনন্দিত ও জনপ্রিয়তায় শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
সময় পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। পাশাপাশি সময় টেলিভিশনের অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতা যুগ যুগ ধরে টিকে থাকবে এমন প্রত্যাশাও করেন তারা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে কেক কেটে ও একে অপরকে কেক খাইয়ে দিয়ে সময় টেলিভিশনের জন্মদিনসহ যুগ পূর্তি উৎযাপন করেন।