বন্দরে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তথা আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ সুলতানার বাড়িতে দরজার তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়েছে অজ্ঞাত চোরের দল।
সোমবার সন্ধ্যায় বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকার ২নং গলিতে শাহনাজের ৩ তলা ভবনের ২য় তলায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে তার স্বামী এনামুল হক বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার সকালে আমার ছেলে মুহিনকে ডাক্তার দেখাতে স্বপরিবারে ঢাকায় যাই। রাত আনুমানিক সাড়ে ৯টায় বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকায় আমার পরিবারকে নিয়ে বাসায় ফিরে এসে দেখি আমার ঘরের দরজা ভাঙ্গা।
আমি আমার রুমে গিয়ে দেখি আমার ঘরে থাকা ষ্টিল আলমারি খোলা এবং স্বর্ণালকারের সিন্ধুকের তালা ভাঙ্গা। পড়ে আমি অনেক খোজাখোঁজি করে বুঝতে পারি অজ্ঞাত চোর বা চোরের দল আমার আলমারিতে থাকা ১০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়েছে।