রূপগঞ্জে স্যালাইন উৎপাদনকারি একটি কারখানায় অগ্নিকান্ড ঘটেছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
সোমবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার মৈকুলী এলাকায় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের স্যালাইন তৈরির কারখানায় এই অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলা উপ সহকারি পরিচালক মো.ফখর উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘন্টার চেষ্টায় দুপুর দুইটায় আগুন নিয়ন্ত্রনে আসে। কারখানার ক্লিন রুমের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে।