সোনারগাঁয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে মডেল মসজিদের নান্দনিক নির্মান কাজের প্রশংসা করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।