1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

অসহায় পরিবারের মাঝে ক্যান্টিন-এর ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২০১ Time View

ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় শহরের উত্তর চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের পাশে ক্যান্টিন বন্ধু মহলের উদ্যোগে শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের স্মরণে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদ সামগ্রী বিতরণ করেন বিকেএমইএ’র পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু। উপস্থিত ছিলেন, ক্যান্টিন বন্ধু মহলের ইসমাইর দেওয়ান বিদ্যুৎ, গোলাম শরিফ, তারেক সালাউদ্দিন, আব্দুর হালিম, রিপন, আলাল, কায়সার জুয়েল, সোহেল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয় প্রমুখ।
শাহাদাত হোসেন ভুইয়া সাজনু বলেছেন, গত ৩৩ বছর যাবৎ আমাদের বন্ধুদের একত্রিত সামাজিক সংগঠন ‘ক্যান্টিন’। আমরা ঈদ উৎসবে, শীতে শীতবস্ত্র ও বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে সহযোগিতা জন্য এগিয়ে আসি। ঈদের সময় আমরা অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার দেই। তারই ধারাবাহিকতায় আজ আমরা বন্ধুমহল মিলে প্রায় পাচঁ শতাধিক ঈদ সামগ্রী মানুষের মাঝে বিতরণ করা হল। ঈদ দিন তারা যেন ভালো খাবার খেয়ে দিন শুরু করতে পারে। সে জন্য আমরা ঈদ সামগ্রী তুলে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইফতারের পরিবর্তে মানুষদের সাহায্য সহযোগিতা কথা বলেছেন। তার নিদের্শনা মোতাবেক ইফতার পার্টি বদলে মানুষের পাশে দাড়িয়েছি। আগামীতে আমরা মানুষের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করি।

 

তিনি আরো বলেন, আমরা প্রতি বছর এই সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রমজান মাসে, কোরবানীর ইদ এ ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও করোনার কারনে ক্ষতিগ্রস্থ পরিবারদের সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগে আমাদের প্রয়াত যুবলীগ নেতা গোলাম সারোয়ারের সহযোগিতায় ক্যান্টিন বিভিন্ন সময় সাধারণ মানুষদের সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL