নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহন করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক যৌথ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নিকট বিদায়ী কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময়ে বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সভাপতি জনাব খন্দকার শাহ্ আলম ও কার্যকরী সদস্য জনাব হালিম আজাদ নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ উপস্থিত পরিষদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই যৌথ সভায় নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক জনাব, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ জনাব আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য যথাক্রমে জনাব আবু সাউদ মাসুদ, এ.কে.এম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও আবু আল আমিন খান মিঠু উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কার্যকরী পরিষদ পক্ষ থেকেও বিদায়ী কার্যকরী পরিষদের সভাপতি ও কার্যকরী সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সভাপতি জনাব খন্দকার শাহ্ আলম এবং নব-নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে উভয় পরিষদের ভবিষ্যত সফলতা কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।