বিগত ১৯ বছরের মত এবারো ২০ মসজিদে এহতেকাফে অংশগ্রহণ করা ১৬৫ জন মুসুল্লিকে উপহার দিয়েছেন টিম খোরশেদ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ১৩নং ওয়ার্ডের সকল মসজিদে গিয়ে মুসুল্লিদের হাতে ক্ষুদ্র উপহার (তোয়ালে) হাতে তুলে দেন।
এসময় কাউন্সিলর খোরশেদ মুসুল্লিদের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।