পবিত্র ঈদু-উল -ফিতর উপলক্ষে নারায়নগঞ্জে হাজারো মানুষের মাঝে হাসি ফোটালেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান।
এসময় তিনি ঈদ উপহার সামগ্রী নিতে আসা হতদরিদ্রের উদ্দেশ্যে বলেন আমরা তো আপনাদের সব আশা পুরন করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকি আমাদের স্বামর্থ অনুযায়ী। যাতে ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত একটু সেমাই খেতে পারেন। অনেক বাধা উপেক্ষা করে প্রতিবছরই আমার ছেলে আজমেরীকে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। আাগামীতেও যেনো মহান আল্লাহ পাক তৌফিক দেয়, আপনাদের সেবা করার জন্য, দোয়া করবেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে আল্লামা ইকবাল রোড এলাকায় অবস্থিত নিজ বাসভবনের নিচ তলায় ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় দুই হাজার দরিদ্র পরিাবরের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে ছিলো, সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল। এছাড়াও একই ধারাবাহিকতায় এসব ঈদ উপহার বিভিন্ন এলাকার গরীবদের মাঝে পৌছে দেয়া হবে বলে জানা যানান। ঈদ উপহার সামগ্রী বিরতরণে সহযোগীতায় কাজ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠন ও যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন যুব সমাজের নয়নের মনি আলহাজ্ব আজমেরী ওসমানের সহধর্মিণী সাবরীনা ওসমান জয়া।