পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষে,আধুনিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রূপকার ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র পক্ষ থেকে মহানগর ১৭ নং ওয়ার্ডের যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তমাল আহম্মেদ ( নিপু) ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৯ এপ্রিল ) বিকালে পাইকপাড়া এলাকায় তমাল আহম্মেদ নিপু’র কার্যালয় সংলগ্নে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
মহানগর ১৭ নং ওয়ার্ডের যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তমাল আহম্মেদ নিপু’র সভাপতিত্বে অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল, নাসিক সাবেক প্যানেল মেয়র ও ১৬,১৭, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, জেলা আওয়ামীলীগের নেতা খালিদ হাসান, এস এম আসাদুল্লাহ, ১৭ নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারী মামুন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অপু, কাজল সরদার, আরিফ, দীপু, শিশির আহম্মেদ মিলন, বন্দর ২০ নং ওয়ার্ডের যুবলীগ নেতা অভি মৃধা সহ স্থানীয় মুরুব্বীগণ।
সভাপতিত্বে বক্তব্যে তমাল আহম্মেদ নিপু’র বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। মূলত আট বছর ধরে আমি মানবকল্যানে আমার এলাকাবাসীর মাঝে ঈদের আনন্দটাকে বন্টন করে থাকি। এক সময় ঈদ মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। পরিবার কে নিয়ে ব্যস্ত থাকা।এসব ছিল ঈদের আনন্দ। আর এখন ঈদ মানে আমার চার পাশে আমার আত্মীয়, প্রতিবেশ, এলাকাবাসী তাদের মুখে একটু হাসি ফোটানো তাদের ঈদের দিন টা কি ভাবে ভালো কাটবে এটা ভেবে একটু ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দেয়ার আনন্দই যেন আমার ঈদের আনন্দ হয়ে উঠুক আমি সেই কামনা করছি। আমার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ ভাই ও বোনদেরকে জানাই পবিত্র ঈদুল- ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।