ফতুল্লার ভুইগড় রঘুনাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে মামা-ভাগিনা সহ তিন জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
আহতরা হলো মামা মোবারক হোসেন(২৮) ভাগিনা তন্ময়(১৮) ও ভাগিনার বন্ধু রাহিম(১৮)। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ফতুল্লা মডেল থানার ভুইগড় রঘুনাথপুরস্থ পাসপোর্ট অফিস গলিতে।
এ ঘটনায় আহত মোবারক হোসেনের বাবা হাজী রুহুল আমিন মুন্সি বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলো মিরাজ(১৯), বাধন(২৮),মোঃ ফয়েজ (২৬), বেলায়েত (২৩),মোঃ বরকত (২৪), মোঃ সৈকত (২০) চান মিয়া (৫৫) সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন।
ঘটনার সাথ জড়িত সৈকত ও চান মিয়া নামের এজাহারনামীয় দুই আসামী কে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় উল্লেখ্য করা হয়, বুধবার রাত নয়টার দিকে বাদীর পুত্র মোবারক হোসেন, নাতি তন্ময় ও তার বন্ধু রাহিম একটি মোটর সাইকেলে করে পাসপোর্ট অফিস গলি দিয়ে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত আসামীরা মোটর সাইকেলের গতিরোধ করে তাদের কে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এ সময় হামলাকারীদের কবল থেকে বাচঁতে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ও তাদের স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।