পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা কাশীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফরাজীকান্দা এলাকাবাসীর উদ্যোগে অসহায়- দুস্থ ৩৫০ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বাদ জুম্মা ফরাজীকান্দা মসজিদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিলের মাধ্যমে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের সন্মানিত সহ-সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সলিম মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ অন্যতম সংগঠক, ফরাজীকান্দা জামে মসজিদের সন্মানিত সদস্য ও সমাজ সেবক আলহাজ্ব সাইদ কবির মোল্লা।
সভায় সভাপতিত্বের বক্তব্যে সলিম মোল্লা বলেন, আজকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি এ এলাকাবাসীর উদ্যোগে। এ ঈদ সামগ্রীতে কোন সংগঠন বা দলীয় রাজনিতীর সহযোগীতায় নয়। আমাদের সাথে অনেকেই টাকা দিয়ে সহযোগীতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমাদের যারা ঈদ উপহারে অংশগ্রহণ বা সহযোগীতা করার ইচ্ছুক তাদের অভিনন্দন জানাই। আমদের এলাকায় অনেক অসহয় পরিবার রয়েছে তাদের খোজ-খবর না নায়ে আমরা ঈদ উদযাপন করতে পারিনা। এ আনন্দো আমরা সবাই সবাইকে নিয়ে উপভোগ করব। এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।
এসময় বিষেশ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার হাবিবুর রহমান বাহিব, আলীর টেক ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন এর স্নেহের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন প্রমুখ।
এছাড়া আয়োজকদের মধ্যে আরও উপস্থিত, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রনি, সমাজ সেবক মহিউদ্দিন ফায়সাল , সমাজ সেবক সালাউদ্দিন মোল্লা, সমাজ সেবক মোঃ সফর আলী, সমাজ সেবক শাহাদাত হোসাইন মোল্লা, সমাজ কর্মী রিদোয়ান কবির ফরহাদ মোল্লা, সমাজ সেবক মোঃ মহসিন , সমাজ সেবক আনিসুর রহমান খোকন, সমাজ সেবক কাজী সাইফুল ইসলাম শাহীন, সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম, সমাজ সেবক বিল্লাল হোসেন মোল্লা , সমাজ সেবক মোঃ রবিউল আলম,সমাজ সেবক জামিল মুন্সি, সমাজ সেবক আলী হোসেন সরদার, সমাজ সেবক মোসলেহ্ উদ্দিন মোল্লা সহ এলাকার স্থানীয় মুরুব্বীগণ।
এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন,কাশীপুর ইউনিয়ন আওয়ামিলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ জে,আর রাসেল আহমেদ ও আলোকিত ফরাজীকান্দার সন্মানিত উপদেষ্টা ও সমাজ সেবক মোক্তার হোসেন সরদার।
যারা ঈদ সামগ্রীতে টাকা দিয়ে সহযোগীতা করেছে এবং এলাকাবাসীর সকলের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন ফরাজীকান্দা জামের মসজিদের ইমাম ও খতিব মুফতি সোহাইল মাহমুদ।