ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল আলিম লিটনের পিতা মরহুম হাজী আব্দুর গফুরের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দাপা ব্যাংক কলোনীস্থ বায়তুল মামুর জামে মসজিদে মরহুমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও থানা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি ফরিদ আহম্মেদ লিটন,ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভুইয়া, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধূরী,ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য হাজী মেবারক হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক,নারায়নগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন সহ বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয়বাসী ও মুসু্ল্িলরা।
প্রসঙ্গত,১৯শে এপ্রিলরাত বারোটার দিকে হাজী আব্দুর গফুর (৭০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০ এপ্রিল সকাল দশটায় দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী বায়তুল মামুর জামে মসজিদে জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।