মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা পৌর বন্দরে মুক্তিযোদ্ধা মাঠে বেলা ১১টা সময় জাতীয় শ্রমিক লীগ মেহেন্দিগন্জ উপজেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশ’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ন সাধারন সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট মুনসুর আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান ও বরিশাল জেলা আওয়ামী লীগ ‘র সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাব আহমেদ।
সমাবেশ’র সভাপতিত্ত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক পান্নু রাঢ়ী। এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশে মেহেন্দিগঞ্জ উপজেলা সকল ইউনিয়ন এর শ্রমিক লীগ নেতাকর্মীরা স্বতস্ফুর্ত সমাবেশ স্হলে আসেন।