আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক শ্রমিক সমাবেশ ও র্যালিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছে।
সোমবার (১ মে) দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে এদিকে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালিকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে সামনে জড়ো হয়। পরে দুপুর দুইটার দিকে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সাবেক যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাতসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।