আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার। নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এসএম আবুল সবুর, সহ সভাপতি মোর্শেদ আলম, পরিবহন শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি সবুজ শেখ, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের শাহানাজ, বিনা, সুবর্না, কেয়া, শিল্পী শামীম, সুমাইয়া মাহী, রতন নয়ন, নুরুল ইসলাম, মকবুল হোসেন, মেঘলা প্রমুখ ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালের শুর হওয়া শ্রমিক আন্দোলন শেষ হয়ে যায় নি। দুনিয়ার দেশে দেশে মজুর শ্রেণী শ্রমিক শ্রেণীর রাষ্ট্র নির্মাণ করা র লড়াই সংগ্রাম করছে। শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের অধিকার, আন্দোলন ও রাষ্ট্র নির্মাণ এর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাই। শ্রমিক জাগরণ মঞ্চ ৬ দফা দাবিতে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে চাই।নিম্মতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক শ্রেণীর ঐক্যবৈদ্দ আন্দোলন গড়ে তুলতে চাই। সবশেষে রামকৃষ্ণ মিশনের সম্মুখে শ্রমিক সমাবেশে উপস্থিত শ্রমিকদের সাথে খারাপ আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।