নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন।
গতকাল ২ মে মঙ্গলবার উপজেলার কাঞন বাজারে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ৩ হাজার টাকা করে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো কাঞ্চন বাজারের মেসার্স জহির স্টোর, মেসার্স দেলোয়ার স্টোর, মেসার্স তানভিরাহমেদ স্টোর ও আশিস স্টোর।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহারে এ অভিযান পরিচালনা করা হয়।