বন্দরে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জিয়াবল (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ।
গত মঙ্গলবার (২ মে) রাত ৮টায় বন্দর থানার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা বিক্রি সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চিহিৃত মাদক কারবারি জিয়াবল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মৃত রহমান মিয়ার ছেলে ও ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি পলি বেগমের ভাই বলে জানা গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(৫)২৩।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি জিয়াবলকে মাদক মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জিয়াবল মদনগঞ্জ এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে মদনগঞ্জের বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রযছে।