নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি জমি ভরাটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নে নিজেদের কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কান্দারগাঁও, ছয়হিস্যা, ভাটিবন্দরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।
এ সময় মানববন্ধনে গ্রামবাসী অভিযোগ করেন, স্থানীয় ভুমিদস্যু ও দালালরা তাদের কৃষি জমি জোর করে দখল ও ভরাট করে একটি শিল্প কোম্পানির কাছে বিক্রির পায়তারা করছে। এর জন্য তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে দায়ী করেন।
সকালে এই মানববন্ধনের পর বিকেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে পাল্টা মানববন্ধন করে এলাকার আরেকপক্ষ। সকালে মানববন্ধনের উদ্যোক্তা জাকির হোসেনকে নৌ চাঁদাবাজ ও হত্যা মামলার আসামী আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন তারা।