ফতুল্লার রামারবাগ থেকে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত নারায়ন মন্ডলের পুত্র গোপাল ওরফে আব্দুর রহমান (৩৮) ও একই থানার দাপা ইদ্রাকপুরস্থ গোলাম আজম টিটুর ভাড়াটিয়া মো. মনির হাওলাদারের পুত্র আলামিন হাওলাার (২৫)।
শনিবার (৭ মে) বিকেলে তাদেরকে ফতুল্ল মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান, উপ- পরিদর্শক জেরিন সুলতানা, সহকারী উপ- পরিদর্শক মোহামদ রোকনুজ্জামান, মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৮ কেজি গাজাঁ সহ গোপাল ওরফে আব্দুর রহমান ও আলামিন হাওলাদার কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।