বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর পরিচালনা পর্ষদ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ইং-এ মোঃ আবু তাহের শামীম এর নেতৃতে সম্মিলিত নিট ঐক্য পরিষদ প্যানেলের ২৩ জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (৬ মে) এসোসিয়েশনের অফিস কার্যালয়ে তারা এ মনোনয়নপত্র জমা দেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন- মোঃ আবু তাহের শামীম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কবির হোসেন ভূইয়া, মোঃ আতাউর রহমান, মোঃ মুকুল হোসেন, সাহারীয়া (জুয়েল), মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল আউয়াল (টুটুল), মোঃ নুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ বাস্তব হোসেন, মোঃ জাহিদুল আলম, মোঃ ফারুক হোসেন, সংকর চক্রবর্তী, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মাহবুবুল আলম, ইমরান আহাম্মেদ আনসার, মোঃ সাত্তার মাতুব্বর, মোঃ নাসির, মোঃ মানিক মিয়া ও মোঃ ছানাউল্লা।
শনিবার দুপুর ৩টায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, সদস্য মোঃ নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পুর কাছে মনোনয়নপত্র জমা দেন মোঃ আবু তাহের শামীম এর নেতৃত্বাধীন প্যানেল।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৩ তারিখের বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান- মোহাম্মদ হাতেম, সদস্য- মোঃ নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং নির্বাচন আপীল বোর্ডে চেয়ারম্যান- মোঃ আমির হোসেন বাদশা মিয়া, সদস্য- আশিকুর রহমান ও সোহেল আক্তার সোহান এবং নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করছেন।