ফতুল্লা কুতুবপুর ইউনিয়নে পাগলা জেলে পাড়া এলাকায় সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে সশস্ত্র মহড়া দেয়ার অভিযোগ উঠেছে। ফতুল্লার কুতুবপুরের ভিপি রাজিব হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে সশস্ত্র মহড়া দেয়ার অভিযোগ তুলেছে ঐ এলাকাবাসী।
রোববার দুপুরে মহড়া দেওয়ার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এলাকাবাসীর দাবি, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরে পাগলা জেলে পাড়া, বৌবাজার এলাকার সন্ত্রাসী সঞ্জিদ,মিঠুন, আলামিন, রাব্বি,কাওসার,ইয়াসিন,মিলন,আমিরসহ প্রায় অর্ধশতাধিক যুবক সশস্ত্র মহড়া দিয়েছে।
কুতুবপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরা সবাই ভিপি রাজিব হত্যা মামলার আসামী এবং সহযোগী। এদিকে, সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। যেকোন সময় এসব সন্ত্রাসীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ এপ্রিল বিকেলে পাগলা বৌবাজার এলাকার ভিপি রাজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মিঠুন বাহিনী।