ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দাবীতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে পাঠানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল, নারায়ণগঞ্জ জেলা ও থানা যুবদলের নেতৃবৃন্দগণ।
যুবদলের নেতৃবৃন্দরা জানান, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
সোমবার ৮মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে নজরুল ইসলাম আজাদ সহ ১০ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন যার মামলা নং- ২৬(২)২৩।
গ্রেফতার ও কারাগারে পাঠানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম আজাদ সহ সকল রাজবন্দী নিঃশর্ত মুক্তি চেয়ে নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও ফতুল্লা থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল সহ যুবদলের নেতৃবৃন্দরা৷ এসময় বিএনপি নেতৃবৃন্দ ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন।
যুবদলের নেতৃবৃন্দরা এক বিবৃতিতে বলেন, মামলাবাজ সরকার পতনের দিন ঘনিয়ে আসছে। তাই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আজ তাদের গ্রেফতার বর্তমান অবৈধ সরকারের চলমান দুঃশাসনের নিরবচ্ছিন্ন অংশ।
আমরা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে ও সমাবেশ, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার সরকারকে সরে আসার আহ্বান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরও বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে বলেও বিবৃতিতে বলেছেন তারা।