কারাবন্দি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে রূপগঞ্জে জেলা ছাত্রদলের ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা পরীক্ষিত ছাত্রদলের বঞ্চিনেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৯ মে) সকালে আড়াইহাজার পাঁচরুখী ঢাকা- সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদল নেতৃবৃন্দ ।
এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের আহবায়ক মনজুরুল হক কাকন সহ ছাত্রদলের নেতৃবৃন্দগণ।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের বিএনপির আস্থার প্রতীক ও জনপ্রিয় নেতা। এ মামলাবাজ ও নাটকবাজ সরকার মনে করেছে নজরুল ইসলাম আজাদ সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণ তার জনপ্রিয়তা কমিয়ে আন্দোলন-সংগ্রাম স্থগিত করার অপচেষ্টা করছেন সে আপনাদের ভূল ধারণা। আপনারা এক আজাদকে কারাগারে পাঠিয়েছেন, নারায়ণগঞ্জে লক্ষ লক্ষ আজাদ রয়েছে। আপনারা কত জন আজাদকে বন্দি করবেন! আপনাদের কারাগারে জায়গা হবেতো! শান্তিপ্রিয় নারায়ণগঞ্জকে অশান্ত করবেন না। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় নজরুল ইসলাম আজাদ সহ সকল রাজবন্দী নিঃশর্ত মুক্তি চেয়ে নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি নয়তোবা লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে।