বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “গফ গধযরস” নামে ফেক বা ভূয়া আইডি খুলে সাংবাদিক শেখ আরিফের ছবি ব্যবহার করে বিভিন্ন আইডিতে অসংগতীপূর্ণ ষ্টেটাস দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংবাদিক শেখ আরিফ গত মঙ্গলবার ৮ মে রাতে বন্দর থানায় গিয়ে ওই ফ্যাক আইডীর ব্যাক্তির বিরোদ্ধে একটি জিডি এন্ট্রি করেন। যার জিডি নং ৩৮৬। তাং ০৮-০৫-২৩ইং।
জিডিতে সাংবাদিক শেখ আরিফ উল্লেখ করেন, বন্দরে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “গফ গধযরস” নামে ফেক বা ভূয়া আইডি খুলে আমার ছবি ব্যবহার করে আমার পরিচিত বিভিন্ন আইডিতে অসংগতীপূর্ণ ষ্টেটাস দিয়ে অসত্য মন্তব্য লিখে আমান মানহানী করছে।
আমার পরিচিতদের কমেন্টবক্স ও ইনবক্সে নানা ধরনের আপত্তিকর ছবি ও টেক্স পাঠাছে। এতে করে আমার সুনাম নস্ট হচ্ছে।
পকৃতপক্ষে এই নামে আমার কোন ফেইসবুক একাউন্ট নেই। আমি সকলকে আহ্বান জানাবো এই নামের কেউ আমার কথা বলে কোন কিছু হাসিল করতে চাইলে আপনারা তাতে সাড়া দিবেননা। নিজের নিরাপত্তা’র জন্য গত সোমবার আমি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।