নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সোহেল আলী৷
লিখিত কোন কাগজ হাতে পাওয়া না গেলেও মীর সোহেল আলীর কর্মী সমর্থকদের ফেইসবুক একাউন্ট থেকে কমিটির বিষয়ে এবং মীর সোহেল আলীর পদের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷
এ বিষয়ে মীর সোহেল আলীর কর্মী যুবলীগ নেতা পাপন সরকার এ প্রতিবেদকে জানান, “বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি আমাদের কর্মীবান্ধব জনপ্রিয় নেতা মীর সোহেল আলী ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদন্নোতি পাবে এবং তা আমরা আরো আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিলাম৷ ইতোমধ্যে গণমাধ্যমেও কমিটির বিষয়টি এসেছে৷ মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাই এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ জননেতা আলহাজ্ব শামীম ওসমান এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এ বিষয়ে মীর সোহেল আলীর আরেক কর্মী ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ শাহীন নারায়ণগঞ্জ প্রেস’কে জানান, “আমরা যারা যুবলীগের নেতা কর্মী তারা অত্যন্ত খুশি৷ আমাদের প্রিয় অভিভাবক তার যোগ্যতায় এই পদ অর্জন করেছেন৷ এটি আমাদের বিজয়৷ আমরা ফতুল্লা বাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমান ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।”
এছাড়াও মীর সোহেল আলীর কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে৷