বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এর নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকালে নগরীর মিশনপাড়া এলাকা হইতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর মিশনপাড়া হইতে চাষাড়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভূঁইয়া এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে মাসুকুল ইসলাম রাজীব বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে ফিরিয়ে আনার জন্য জাতীয়বাদী দল আজকে সক্রিয়। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সাধারন মানুষ আজ দুর্বিষহ হয়ে পড়েছে। সরকারের মুষ্ঠিমেয় কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যাঁতাকলে পিষ্ট হয়েছে।আজকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাটাই এরকম বাংলাদেশ মুক্তির লক্ষ্যে প্রকৃত গণতন্ত্র বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পারে। সেই লক্ষে আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার হউক। গণতন্ত্র লুটেরা সরকারকে আমরা ভোট ডাকাতি হতে দিবোনা। তারা যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই।
তিনি আরোও বলেন, আমরা দীর্ঘ একযুগ ধরে আন্দোলন করেছি। এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক ও সহজ ভাবে প্রয়োগ করবে আমরা সেই প্রত্যাশা করি। আমরা যদি আইনবহির্ভূত কোন কাজ করি তাহলে আমাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেন এটাই স্বাভাবিক। বর্তমানে মিথ্যাও গাইবি মামলায় হচ্ছে মানুষ প্রশাসনের প্রতি যে অনাস্থা করছে। পুলিশ বিভাগ সিভিল বিভাগ সবার প্রতি মানুষ আস্থা রেখে যায়। আমরা বিগত দিনে দেখেছি সাবেক বিচারপতি কে অত্যাচার করেছে বর্তমান বিচারপতি ওপর হামলা হয়েছে।
বিএনপির চেয়ারপারর্সন দেশ ও গণমানুষের নেতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এই অবৈধ সরকারের ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মিথ্যা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ সকল রাজবন্দীদের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ( রফিক ভূঁইয়া), মহানগর ছাত্র দল সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, জেলা ছাত্র দল নেতা সোবন, সুজন,খোরশেদ,স্বর্ণ,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জি এস শাহালম, আঃ জব্বার, মহানগর ছাত্র দল সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, মহানগর স্বেচ্ছাসেবকদল এর সাবেক সহ-সভাপতি হামিদুল রহমান সুমন সহ বিভিন্ন সসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগাণ।