জুম্মন সোহেল: ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ দশ জনের জামিন।
সোমবার (১৫ মে) মহামান্য হাইকোর্ট এ জামিন মঞ্জুর করেন। একই দিনে বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রাথমিক পর্যায় মুক্তি পান নারায়ণগঞ্জ বিএনপির জনপ্রিয় নেতা নজরুল ইসলাম আজাদ, রিপন মেম্বার, নাজমুল শিকারি, মফিজুল ইসলাম।
এই প্রতিবেদককে তথ্য দিয়ে নিশ্চিত করেছেন জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া রফিক।
নজরুল ইসলাম আজাদ সহ ১০ নেতার জামিনের মুক্তির সংবাদটি সর্বস্তরে নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মীদের উপচেপড়া ভীড় জমায় এবং এসময় জিয়ার সৈনিক সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মহামান্য হাইকোর্টের জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন সোমবার ৮মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে নজরুল ইসলাম আজাদ সহ ১০ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন যার মামলা নং- ২৬(২)২৩।
এর পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠক দল এর নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে লাগাতার কর্মসূচীর ঘোষনা করেন।