বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (১৬ মে) বিকাল চারটায় গোলাকান্দাইল ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন জেলা পরীক্ষিত ছাত্রদলের বঞ্চিত নেতৃবৃন্দরা।
এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের আহবায়ক মনজুরুল হক কাকন সহ ছাত্রদলের নেতৃবৃন্দগণ।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজহারুল ইসলাম মান্নান ভাইকে মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সারা বাংলাদেশের বিএনপির সহযোগী সকল দলের নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। ষড়যন্ত্রমূলক মামলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত গত সোমবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলা নং- ৯(১২)২২।
এর আগে বিএনপির নির্বাহী কমিটির আজহারুল ইসলাম মান্নানসহ ১৬জন নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা মান্নানসহ ৬জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।