রূপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) উপজেলার মধুখালী ভক্তবাড়ি এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় এলাকার শত শত নারী অউরুষ সেখানে জড়ো হন। শিশুটির বয়স আনুমানিক দশ থেকে বারো বছর হবে। তার পরনে ছিল সাদা কালো রঙের স্ট্রাইপ গেঞ্জি ও কালো রঙের হাফ প্যান্ট।
পুলিশ জানায়, সকালে ভক্তবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মিরাজ শেখ জানান, নিহতের চোখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পরিত্যক্ত স্থানটিতে ফেলে যাওয়া হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত করতে পুলিশের চেষ্টা চলছে। এছাড়া এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।