সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল ও বিয়ারসসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি প্রাইভেটকারসহ ১০০ বোতল ফেন্সিডিল ও ৩৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ডিবির পরিদর্শক নজরুল ইসলাম এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা ডেমরা থানা এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে মো. মিজানুর রহমান, একই থানা এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. রাসেল ও ঢাকা মুগদা এলাকার মউদুদ মদবরের ছেলে রাজু আহম্মেদ ।
ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লি এলাকার লেকভিউ টাওয়ারের সামনে মাদক বিক্রি করা হচ্ছে।
এমন সংবাদে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিল ও ৩৮৪ ক্যান বিয়ার।