বদর পূর্ব শত্রæতার বিরােধর জের ধরে সন্ত্রসী মােজাম্মলসহ অজ্ঞাতনামা কয়েকজন দক্ষিন কলাবাগ এলাকার ১নং ওয়ার্ড¯ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনর অফিস হামলা চালিয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাট করেছে।
বুধবার (১৭ মে) ভার বদর দক্ষিন কলাবাগ¯ রেললাইন ত্রীবনী ব্রীজ সংলঘ সড়কের পাশে এ ঘটনাটি ঘট। এ ব্যাপারে ক্লাবর সভাপতি ছাত্রলীগ নেতা স্বপন বাদী হয় বদর থানায় একটি অভিযােগ দায়ের করেন।
অভিযােগে উল্লেখ করা হয়, বুধবার ভার বন্দর দক্ষিন কলাবাগ¯ রেললাইন ত্রীবনী ব্রীজ সংলঘ সড়কের পাশে সন্ত্রাসী মােজাম্মলসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব শত্রæতার জেরে দক্ষিন কলাবাগ এলাকার ১নং ওয়ার্ড¯ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনর অফিস প্রবশ কর ক্লাবর নতবদক উদ্দশ্য কর অকথ্য ভাষায় গালমদ কর।
এক পর্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসাটা নিয়ে ব্যাপক ভাঙ্গচুর চালায়। এতে করে অফিসের ভিতর থাকা বঙ্গবন্ধু, প্রধানম¿ী ও এমপি মহাদয়র ছবিসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় ২০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। এ সময় হামলাকারীরা অফিসে থাকা ৪২ ইঞ্চি এলইডি টিভি চুরি কর পালিয়ে যায়।