রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ছাব্বিশ বোতল ফেনসিডিলসহ তোবারক হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ আট হাজার টাকা উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১০’র অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম।
সংবাদ ভিত্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল বুধবার রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিলসহ তোবারক হোসেনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আটাত্তর হাজার টাকা। গ্রেপ্তারকৃত তোবারক হোসে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।