সোনারগাঁয়ের সার ও কীটনাশক ব্যবসায়ী শহীদুল্লাহ সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এর আগে বুধবার (১৭ মে) দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, গতকাল রাতে ১০-১৫ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ছুরিকাঘাত করে তাকে আহত করে। এক পর্যায়ে তাকে চাদর দিয়ে বেঁধে সকল কক্ষে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাঙচুর করে ৪ ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ ৮ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে ডাকাত চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।