সিদ্ধিরগঞ্জে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহবায়ক ও নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সদস্য খোরশেদ আলম, থানা যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ মনসুর, নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আসমা মাহবুব, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাষ্টার, সদস্য নেকবর মাষ্টার, ফারুক আযম, মশিউর রহমান নিরব, মহিউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সিনি: সহসভাপতি মাহবুবুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাদির, মো: হামিদ, ফারুক হোসেন, ইউসুফ খানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান মতি বলেন, ইসলাম মানেই শান্তি। ইসলাম শান্তির ধর্ম। আমরা বিগত বছরগুলো শান্তিতে কাটিয়েছি। কিন্তু কেউ যদি আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে তাদেরকে ছাড় দিবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানিদের বিরুদ্ধে দা,কাঁচি,লাঠি সোঠা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের দেশের মানুষ। আমরা সেই বাঙালি জাতি। বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা ও পুলিশ দিয়ে আমাদের এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। বিএনপি যখনই রাজনীতিতে হেরে যায়, রাজপথে হেরে যায় তখনই তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেন। ষড়যন্ত্রকারীকে এ দেশের মানুষ কখনোই গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।